প্রপোজ করার রোমান্টিক কথা | রোমান্টিক প্রপোজ মেসেজ | বাংলা প্রপোজ মেসেজ


আসসালামুআলাইকুম সবাইকে Educationblog.Com এ স্বাগতম। 

আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

প্রিয় বন্ধুরা আমরা আজকে আপনাদের সুবিধার জন্য এই পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করবো প্রপোজ করার রোমান্টিক কথা, রোমান্টিক প্রপোজ মেসেজ, বাংলা প্রপোজ মেসেজ। আশা করি আমাদের এই পোস্টে দেওয়া মেসেজ/পিকচার গুলো পেয়ে অনেকেরই ভালো লাগবে। 


    প্রপোজ করার রোমান্টিক কথা  

    ★কতো সুন্দর তুমি,,,,, প্রেমে পড়েছি আমি,,,,, সুন্দর তোমার মন,,,,,, ভালোবেসে হারাব দুজন,,,,, মায়াবী তোমার আখি,,,,,, দিওনা আমায় ফাঁকি,,,,,, সুন্দর তোমার হাসি,,,,,, আমি তোমায় ভালোবাসি,,,,,!!!

    ★এতো দেখি তবু প্রিয় সাধ কভু মেটে না,,,,,,,সব বাধা ঠেলে দিয়ে কাছেতে এসো না,,,,,,!!!!!

    ★স্বপ্নে দেখা রাজকন্যা কোথায় তুমি থাকো,,,,,,,প্রেম সাগরে ডুবিয়ে দিতে কেন আমায় ডাকো,,,,,,!!!!!

    ★রিক্ত আমি!! নিঃস্ব আমি,,,,,,,আমার দেওয়ার কিছু নাই,,,,,,,,আছে শুধু মোর ভালোবাসা,,,,,,দেবো তোমায় তাই,,,,,,!!!!

    ★ফুল কেন ফুটেছিল যদি যাবে ঝরে,,,,,, ভালো কেন বেসেছিলে যদি যাবে দূরে,,,,,!!!!!

    ★মনের মতো ঘোরার সময় সঙ্গী যদি পাই,,,,,,, ঘুরবো পথে লয়ে তারে তোমারে জানাই,,,,,!!!!

    ★পেনের কালি নয়,,,,,,, রক্ত দিয়ে লিখছি চিঠি,,,,,,,, সত্যি যদি ভালোবাসো উত্তর দেবে ঠিকই,,,,,!!!!!

    ★নাই বা দিলে আমায় তুমি ভালোবাসার দাম,,,,,,,, প্রেমের জ্বালা বুঝবে একদিন জানতাম,,,,,,!!!!


    রোমান্টিক প্রপোজ মেসেজ  

    ★গোলাপ যায় শুকিয়ে,,,,, চাঁদ যায় লুকিয়ে,,,, দিন যায় ফুরিয়ে,,,,, পাখিরা যায় উড়িয়ে,,,,, কথা দিলাম বন্ধু তোমায় দেবো না আমি হারিয়ে,,,,,, যদি রাখো তোমার হৃদয়ে,,,,,,, থাকবো আমি তোমার হয়ে,,,,!!!!

    ★তোমার কাছে এসেছি নিয়ে বড়ো আশা,,,,,,,, যদি পাই একটু তোমার হৃদয়ের ভালোবাসা,,,,,,!!!!!!

    ★প্রেম করতে গিয়ে আমার একি হলো দায়,,,,,,,, ঘরের বাইরে নানা লোকে নানা কথা কয়,,,,,!!!!

    ★সত্যি করে বলো না আমায়,,,,,,,তুমি ভালোবাসো কতো,,,,,,,,ভাবো না তো অন্য কিছু বাজে মেয়ের মতো,,,,,,!!!!

    ★রূপের তুলনা নাইকো তোমার,,,,,, তুমি যে অপরুপা,,,,,, কিছুতেই তো যায়না ভোলা,,,,,, ক্ষনিকের সেই দেখা,,,,,!!!!

    ★ভালোবাসার সুতো দিয়ে বুনেছি যে জাল,,,,,,,, সেই জালেতে বেঁধে তোমায় রাখবো চিরকাল,,,,,,,!!!!!

    ★তোমার লাগিয়া আমি বসে আছি অপেক্ষায়,,,,,,,, ফুলমালা লয়ে হাতে বসে আছি আশায়,,,,,,!!!!!


    বাংলা প্রপোজ মেসেজ 

    ★প্রীতির মাঝে ইতি দিয়ে শেষ করেছি চিঠি,,,,,,,, তুমি যদি ভালোবাসো বুঝতে পারবে এটি,,,,,,,!!!!

    ★মিশিয়ে দিলাম চিঠির ভাষায়,,,,,,,প্রেম মাখানো ভাষা,,,,, বুঝে নিও চিঠি পড়ে,,,,,, আমার ভালোবাসা,,,,,,!!!!

    ★আমার উপর রাগ করলে,,,,,, আমি যাবো কোথায়,,,,,,,, তুমিই আমার সব কিছু গো করো ক্ষমা আমায়,,,,,,!!!!

    ★কণ্ঠে পরে ফুলের মালা,,,,,,,অভিসারে এসো প্রিয়ো,,,,, বসে আছি দুয়ার খুলে,,,,,,,শুধু তুমি আমায় ভালোবেসো,,,,,!!!!

    ★প্রেমে তোমার জড়িয়েছি,,,,,,, কেমনে বোঝাই বলো,,,,,,, একবার শুধু কাছে এসে ভালোবাসি বলো,,,,,,!!!!

    ★হাজার তারা চাই না আমি,,,, একটা চাঁদ চাই। হাজার ফুল চাই না আমি,,,,, একটা গোলাপ চাই,,,, হাজার জনম চাই না আমি,,,, একটা জনম চাই,,,, সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই,,,,!!!!

    ★জানিনা তুমি কে,,,,, আর কেনই বা ডাকি তোমায় আমি,,,,, তোমার জন্য নিশি জাগি আর একলাই বসে থাকি, তুমিতো অদেখা সেই স্বপ্ন,,,, তুমি আমার কল্পনার রাজকুমারী,,,,,!!!!



    Tag: প্রপোজ করার রোমান্টিক কথা, রোমান্টিক প্রপোজ মেসেজ, বাংলা প্রপোজ মেসেজ 

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.